এ দেশে মেয়েরা অভিযোগ জানাবার সময় দ্বিতীয়বার ধর্ষিত হয়। এ আমার কথা নয়, বিচারপ্রক্রিয়ার সাহায্য চাইতে আসা জিয়ন্তে-মরা মেয়েদেরই ভাষ্য। পরিসংখ্যান বলছে, এ দেশে মাত্র কুড়ি শতাংশ ধর্ষণের অভিযোগ আইনি পদ্ধতিতে দাখিল হয়, দুই-তৃতীয়াংশ ধর্ষণের ঘটনায় নিগৃহীতা সারাজীবনে হয়তো একজনের কাছে মুখ খোলেন, আর বাকি অন্ধকার জুড়ে থাকে অবিচ্ছিন্ন স্তব্ধতা।
by অরুন্ধতী দাশ | 01 January, 1970 | 202 | Tags : Rape Kasba Law College RGKar Role of Media